বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত

Home Page » জাতীয় » ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০



ফাইল ছবি


আতিকুল্লাহ ঢাবি প্রতিনিধি বঙ্গ-নিউজঃ

আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ নিদ্ধান্ত নেয়া। একাধিক সিন্ডিকেট সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে সকল আবাসিক হল/হোস্টেলের শিক্ষার্থীকে হল/হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখিত সময়ের পরে কেউ হলে অবস্থান করতে পারবে না। এই সময়ে হল/হোস্টেল প্রশাসনকে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য বলা হয়েছে।

সভায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জাতির বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাড়ী/বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, সভায় বিশ্ববিদালয়ের ক্লাশ ও পরীক্ষাসমূহ পূর্বঘোষিত ২৮ মার্চের পরিবর্তে আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৭   ৬৩৮ বার পঠিত   #  #