মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
হাওরকবি’র মুজিববর্ষের কবিতা“হৃদয়ে তুমি বঙ্গবন্ধু”
Home Page » বিবিধ » হাওরকবি’র মুজিববর্ষের কবিতা“হৃদয়ে তুমি বঙ্গবন্ধু”
হৃদয়ে তুমি বঙ্গবন্ধু
——জীবন কৃষ্ণ সরকার
হৃদয়ে তুমি বঙ্গবন্ধু
থাকবে চিরকাল
যতই থাকুক মুর্খতা আর
হিংসার বেড়াজাল।
তিমির হতে আলোর পথে
পথ দেখালে তুমি
তোমায় পেয়ে ধন্য মোদের
প্রিয় জন্মভূমি।
যে সময়ে জন্মভূমি
অশান্তির ছোবলে
স্বাধীনতার ডাকটি তুমি
সেই সময়েই দিলে।
এর চেয়ে কি হতে পারে
মোদের সুসংবাদ
তাইতো মোরা সবাই মিলে
গর্ব করি আজ।
তোমার মতো বিশ্ব মাঝে
নয়কো কেহ মহান
তোমার গুণেই শ্রেষ্ঠ তুমি
শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ৮:২২:০১ ৭৭০ বার পঠিত