রবিবার, ১৫ মার্চ ২০২০

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৩

Home Page » জাতীয় » সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৩
রবিবার, ১৫ মার্চ ২০২০



সংগৃহীত ছবি

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:  করোনা ভাইরাসে শনিবার সৌদি আরবে নতুন করে আরো ১৭ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়ালো। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের খবরে এমনটি বলা হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ১১জনই ইরান, ইতালি এবং যুক্তরাজ্য থেকে এসেছেন। এছাড়া চারজন যুক্তরাষ্ট্র প্রবাসী ও একজন ফ্রান্সের বাসিন্দাও রয়েছেন।

এদিকে করোনা প্রতিরোধে আজ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিচ্ছে সৌদি আরব সরকার। সৌদি স্থানীয় সময় সকাল ১১টা থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাবে বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১৬   ৫৮৪ বার পঠিত   #  #  #