রবিবার, ১৫ মার্চ ২০২০
করোনাভাইরাস নিয়ে সার্কভুক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্স আজ
Home Page » জাতীয় » করোনাভাইরাস নিয়ে সার্কভুক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্স আজবঙ্গ-নিউজ: নভেল করোনাভাইরাস মোকাবেলায় এক হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের আলোকে সার্কভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধান এবং প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে মিলিত হচ্ছেন।
রোববার বিকালে এই ভিডিও কনফারেন্স শুরু হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামীকাল নয়া দিল্লির সময় বিকাল ৫টায় সাতটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান এবং পাকিস্তানের হেলথ অ্যাডভাইজার ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।”
আলোচনা হওয়ার পরে সে সম্পর্কে জানানো হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে এক টুইটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন, “কভিড-১৯ মোকাবিলায় এই অঞ্চলের জন্য বলিষ্ঠ সম-কৌশল নির্ধারণে সব সার্ক দেশের ভিডিও কনফারেন্সে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
বাংলাদেশ সময়: ১১:০৭:২৩ ৫১৩ বার পঠিত #ভিডিও কনফারেন্স #সার্কভুক্ত দেশ. করোনা