
শনিবার, ১৪ মার্চ ২০২০
অনুষ্ঠিত হলো সাভার ক্লাবের প্রতিভা অন্বেষণ কর্মসূচী ২০২০
Home Page » বিনোদন » অনুষ্ঠিত হলো সাভার ক্লাবের প্রতিভা অন্বেষণ কর্মসূচী ২০২০ স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: ১৩ মার্চ ২০২০ শুক্রবার সাভার সরকারি কলেজ প্রাঙ্গনে প্রতিবারের মতো সাভার ক্লাবের আয়োজনে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন বিষয়ক প্রতিভা অন্বেষণ কর্মসূচীর ১ম পর্যায়ে আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাভারের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া (শিশু-এসএসসি) প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ক, খ, গ ও ঘ এ ৪টি বিভাগে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় ক্লাব প্রেসিডেন্ট কাদের তালুকদার, মহাসচিব আব্দুল বাকী, সহ- সভাপতি আব্দুল হালিম, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল আলম বাবুল, কর্মসূচীর আহবায়ক মোফাচ্ছেল হোসেন মিলন, সদস্য সচিব রন্জন শিশিরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২০ মার্চ ২০২০ শুক্রবার ২য় পর্যায়ে সংগীত (দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল ও লোক) প্রতিযোগিতা একই স্থানে অনুষ্ঠিত হবে। সংগীতে ৫টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ আগ্রহী যেকোন অংশগ্রহণকারীর জন্য উন্মুক্ত বিভাগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০১:২৮ ৮৪৪ বার পঠিত #আবৃত্তি অনুষ্ঠান #সাংস্কৃতিক খবরাখবর #সাভারে প্রতিভা অন্বেষন