শনিবার, ১৪ মার্চ ২০২০

পুরানো গল্প - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » পুরানো গল্প - ম, বজলুর রাহমান
শনিবার, ১৪ মার্চ ২০২০



ম,বজলুর রাহমান

সব পর এর, পরেও. থাকে-

তারপর! কথার ফাঁকে ফাঁকে।
সে কথা বলব, তো বলব কাকে?
নুয়ে পড়া আলোর, হারিতালী
ভেজা চুলে, গোধূলির মিতালি।
মন্থিত জলে-
ডুবে আছে তখন,
আসশ্যাওড়ার বন;
গল্পের ভূমি,
শব্দ ভুুলে।
সরোবর সঙ্গমে, তুমি…
শেষ বিকেলের, পড়ে থাকা লাল
আলো; শুধু, জলের অন্তরাল।
ফটিক ফুঁড়ে, নাতি দূরে
উত্তাল সমুদ্র ঢেউ; পৃথিবীর তৃষ্ণা।
অধঃকায়, জলের নীল জোৎস্না।
তন্ময়তা ভেঙে অকষ্মাৎ, বাড়ালে
পা। দিগন্তের বিরলে।
কম্পিত ছায়া ফেলে।
ঠাাঁইহীন, এক রূপের তরি
বাতাসে ব্যাকুল সারেঙ্গি।
সে দিনের, সেই নারঙ্গি
বিকেলে।
তারপর? ফিরে গেলে।
গল্পের কোরা পাতা…
এক অন্তহীন, অভিযাত্রা
বাড়ানো পায়ে তুমি,
মাড়িয়ে, উপদ্রুত গল্পের ভূমি।
————————————-
১২ই মার্চ, ২০২০।

বাংলাদেশ সময়: ৯:২৮:১১   ৫৮৭ বার পঠিত   #  #  #