শনিবার, ১৪ মার্চ ২০২০

মায়া হয়ে যায় এমনই ছলনা- মুনা চৌধুরী

Home Page » সাহিত্য » মায়া হয়ে যায় এমনই ছলনা- মুনা চৌধুরী
শনিবার, ১৪ মার্চ ২০২০



 মায়া হয়ে যায় এমনই ছলনা

ঠকে যায় মায়াবী নিষ্ঠুর সময়ে,

শুরুতেই পুঞ্জিভূত সংশয়গুলো বন্ধু ছিলো কুয়াশাজড়ানো চাদর তলে।

ঘৃনার ভেতরে টিকটিকি টিকটিক করে, ভেতর সাগর শুকিয়ে মরে।

প্রেম মায়া ভাটির উজান ফিরে ফিরে ছুঁয়ে দেখে।
কারো দিন কাটে কেঁদে নিশি অভিমানে, ঝড়ো হাওয়া পোড়া মুখ
মেঘবৃষ্টি-কাঠফাটা রোদ -পূর্ণিমার যন্ত্রণা চেপে সুখ কিংবা দুঃখ,
আহা এই তো প্রেম!
এতো সব আয়োজন ভুলে দেহ সুখ হয়, প্রেম হায় হায়।
কারে ছেড়ে কারে চায় ভুলে যায়, সুখ চলে যায় প্রেম মেলে না।

মায়া হয়ে যায় এমনই ছলনা।

মুনা চৌধুরী

বাংলাদেশ সময়: ২:৪৯:০৬   ১১৬৯ বার পঠিত   #  #  #