শুক্রবার, ১৩ মার্চ ২০২০
ভাঙ্গায় যুবলীগ নেতার মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় যুবলীগ নেতার মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সালমান মুন্সীর মাতা আকলিমা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরসদরের নুরপুরে নিজ বাড়ীতে এ আয়োজন করা হয়।
প্রয়াত আকলিমা বেগম গত ০৬ মার্চ লান্স ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নিউ টাউন টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি আলহাজ্ব ইব্রাহিম মুন্সির সহধর্মীনি ছিলেন। দুই ছেলে ও দুই মেয়ে সহ তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মায়ের প্রয়াণে সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন সালমান মুন্সী। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর শেখ সৈয়দ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন, উপজেলা ও পৌর ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:১৭:২৩ ৭২৫ বার পঠিত #দোয়া ও মিলাদ #ফরিদপুর #ভাঙ্গা