বুধবার, ১১ মার্চ ২০২০

ভাঙ্গায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী ৩ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী ৩ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা
বুধবার, ১১ মার্চ ২০২০



ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী তিন জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ব্রাক্ষ্মণকান্দা থেকে তাদের ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, উপজেলার সরকারী ব্রাক্ষ্মনকান্দা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌছায়। এ সময় ২২ পিচ ইয়াবা এবং অন্যান্য সরঞ্জামাদিসহ উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে ইয়াবা ব্যবসায়ী আক্কাস শেখ (৪৮), পুকুরিয়া গ্রামের আকবর শেখের ছেলে ইয়াবা সেবনকারী মোঃ জাহিদ শেখ (৪০) ও মানিকদহ ইউনিয়নের মৃত কাজী বজলুর রহমানের ছেলে কাজী এমদাতকে (৪০) হাতেনাতে গ্রেফতার করা হয়। ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাস এবং সেবনকারীদেরকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আটককৃত ২২ পিচ ইয়াবা এবং অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।
এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কারাদন্ড প্রদান করায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন অত্র এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২২:০৫:১৪   ১১৬৬ বার পঠিত   #  #  #  #