বুধবার, ১১ মার্চ ২০২০

অবশেষে ভাঙ্গায় বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বদলি

Home Page » প্রথমপাতা » অবশেষে ভাঙ্গায় বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বদলি
বুধবার, ১১ মার্চ ২০২০



উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুকতাদিরুল আহমেদ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় অবশেষে বিতর্কিত সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুকতাদিরুল আহমেদকে বদলি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কর্মস্থল ত্যাগ করেছেন।
সম্প্রতি ইউএনও’র বিরুদ্ধে ঘুষ, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা, সরকারী সম্পত্তি ক্ষতি সাধন সহ নানান অনিয়মের অভিযোগ উঠে। যার প্রেক্ষিতে এলাকাবাসীরা মানববন্ধন করে ইউএনও’র অপসারণের দাবী জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে প্রিন্ট, অনলাইন সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ সংশ্লিষ্টদের নজরকাড়লে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বদলি আদেশের প্রেক্ষিতে তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়।
উপজেলা সুত্রে, সোমবার নবাগত ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মো. রকিবুর রহমান খান যোগদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:২১:১১   ১৫০৯ বার পঠিত   #  #  #  #