মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

প্রতিভাবান মডেল ও কণ্ঠশিল্পী কবি লাবু মাফরুর নতুন বই ” হংস শিশু”

Home Page » ফিচার » প্রতিভাবান মডেল ও কণ্ঠশিল্পী কবি লাবু মাফরুর নতুন বই ” হংস শিশু”
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০



 

বঙ্গ-নিউজঃ কবি  লাবু মাফরু নিজেকে একদিন  বাংলা সাহিত্যের সূর্যকণ্যা হিশেবে দেখতে চান । এজন্য মডেলিং এবং কন্ঠশিল্পীর পাশাপাশি লেখালেখি ও গবেষণায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন । তাঁর জন্ম  ১৯৯৭ সালের ১৫ নভেমবর ঢাকার  মানিকগঞ্জে।

পেশাঃ সংগীত শিল্পী ও কবি

শিক্ষাগত যোগ্যতাঃ স্কুল- জাগীর উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ । কলেজ- সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা । বিশ্ববিদ্যালয়- স্নাতক ডিগ্রী নর্দান বিশ্ববিদ্যালয় থেকে ।

পছন্দের রংঃ সবুজ
পছন্দের খাবারঃ দেশীয় ডাল, ভাত, শাক ভাজি এবং মেক্সিকান ফুড ।
পছন্দের শিল্পীঃ জেমস
পছন্দের নায়কঃ নায়ক রাজ রাজ্জাক
পছন্দের নাইকাঃ সাবানা

লাবু মাফরু

কবি লাবু মাফরুকে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ওপেন কনসার্ট এ দেখা যায় এবং তিনি   নিয়মিত ভাবে টিভি প্রোগামে ও এওয়ার্ডস অনুষ্ঠান গুলোতে যোগ দেন |

প্রকাশিত বইঃ তোমায় দেখি দিব্য জ্ঞানে , দিগন্ত ছুয়ে, মিষ্টি সোনা, হংস শিশু, টমি এন্ড রোজা, হয়রত সৈয়দ কালুশাহ ফকিরের জীবন গ্রন্থ ।

লাবু মাফরু

পুরুষ্কারঃ মানিকগঞ্জ জেলা সম্মাননা (২০০৬), কবি কাজী নজরুল সম্মাননা বাংলা একাডেমী (২০১০), শিশু একাডেমী পুরুষ্কার ঢাকা (২০০৯), আনন্দ বাজার পত্রিকা কোলকাতা (২০১৬)
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এর লিষ্টেড প্রথম শ্রেণীর শিল্লী (২০১৪)

সামাজিক কর্মকান্ডঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য । মানিকগঞ্জ শিশু পরিষদের কার্যনির্বাহী সদস্য ।

লাবু মাফরু

বাংলাদেশ সময়: ১:২১:২২   ২০৫০ বার পঠিত