সোমবার, ৯ মার্চ ২০২০
দীপ্ত-নায়লা পাইলট
Home Page » সাহিত্য » দীপ্ত-নায়লা পাইলটসত্যিকার ভালোবাসায় হৃদয় চূর্ণবিচূর্ণ
যাতনা দহনে ভালোবাসার কাঙাল পরিপূর্ণ, কি করে বিলিয়ে দেব বল সৌরভ?
তুমি তো ছিলে সাধনার ফলিত গৌরব।
উড়াব ভালোবাসা পোঁরা ছাই সেখানে শালিকের বেশে মানবতার কল্যানে ,
দগ্ধ মন ব্যর্থ ভালবাসায় হল কবি
কাব্যে উপন্যাসে শিল্পীর কারুকাজে আঁকে ছবি।
গুনগুনিয়ে গান গাই গীতিনাট্যে
প্রেম পিয়াসী আমি তুমি তো ছিলে না ললাটে,
ভালোবাসার বাঁধ ভাঙ্গা ঝরে সমাধিতে
খুঁজে পেলাম না আজ ও রঙিন জগতে ।
দ্রুত আলিঙ্গনে ছোঁয়া পাইনি তোমার
কতরাত আদর সোহাগহীন রাত্রি কাটে আমার,না পাওয়ার বেদনায় তারে বুঝিয়েছি
পদতলে চুম্বন এঁকেছি তবুও কি তারে পেয়েছি।?
অধিকার চরণেও বেসে বাঁধা ছমছম সুরে
মাদকতার নেশা হিপ্রোসিনে ঠেলে দিলে দুরে ,গোপন অভিসারে ভালোবাসা তুলেছিল ঝড়!তুমি মনের মন্দির হতে গেলে সরে ।
অন্তিম যাত্রায় পাবে না চিরতরে
অনেক কষ্টের যতনে চলে গেলে দুরে,
তোমায় আজীবন মুক্তি দিলাম
সৎকর্ম করার আমি ও সুযোগ পেলাম।
প্রবল অশ্রুপাতে ভালোবাসা ভেসে যায়
শেষ ছুটিতে সবাইকে কাঁদায়,
ষড়রিপু জয় করে আত্মা করব পবিত্র
মুক্ত বাতায়নে সততা সৎ চরিত্র।
আমার মন পরিচ্ছন্ন পবিত্র মুক্ত
মন আত্মা এক হয়ে খাঁটি নিযুক্ত,
স্রষ্ঠা সকল মানবকে দিয়েছে লাল রক্ত
বেদনার রাত প্রশয় পেল না হলাম শক্ত।
কুয়াশার ভোরের শুভ্রতায় আমার
অপলক চেয়ে থাকা, সকালের সোনালী রোদের মতো,
দখিনা হাওয়ার বিকেলের মতো, বর্ষার বারিধারার টুপটাপ শব্দের মতো!!
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৬ ৭১১ বার পঠিত #কবিতা #নায়লা পাইলট #বাংলা কবিতা