সোমবার, ৯ মার্চ ২০২০
ভাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ্ ও মানব বন্ধন
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ্ ও মানব বন্ধন ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ভারতের দীল্লিতে মুসলিম হত্যা, মসজিদ, মাদ্রাসা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং খুনি নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় ভাঙ্গা বিশ্বরোড গোল চত্ত্বরে প্রায় ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ্ করা হয়।
ইমাম কল্যাণ ফাউন্ডেশন ও তাওহিদী জনতার আয়োজনে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ইকামাতেদ্বীন মডেল কামিল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ইফসুফ মৃধার পরিচালনায় এ মানব বন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, মুজিব শতবর্ষের দিনকে কলুষিত মুক্ত রাখতে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা সোচ্চার রয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনি ও বিশ্ব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে সন্ত্রাসের হাত থেকে মুসলিমদের রক্ষা করার জন্য সারা বিশ্বের সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্যান্যের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩:২৭:১৪ ১৮৬৪ বার পঠিত #কুশপুত্তলিকা দাহ্ #দীল্লি #প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি #ফরিদপুর #ভাঙ্গা #ভারত #মানব বন্ধন