সোমবার, ৯ মার্চ ২০২০

কাতারে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

Home Page » প্রথমপাতা » কাতারে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
সোমবার, ৯ মার্চ ২০২০



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা  দিয়েছে দেশটির সরকার।

সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রোববার এক ঘোষণায় জানিয়েছে কাতার সরকার। খবর রয়টার্সের

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ড।

এদিকে কাতারে রোববার আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আলআরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইতোমধ্যেই কাতার এয়ারওয়েজ ইতালির সঙ্গে সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া চীনের বেশ কিছু বিমানবন্দরের সঙ্গে কাতারের বিমান যোগাযোগ বন্ধ।

বাংলাদেশ সময়: ১১:২২:৪৬   ৬৮০ বার পঠিত   #  #  #  #