সোমবার, ৯ মার্চ ২০২০
“ঘাসফুল’ -মোসাম্মৎ আয়েশা আক্তার
Home Page » সাহিত্য » “ঘাসফুল’ -মোসাম্মৎ আয়েশা আক্তার
চলতে গিয়ে দলিত করে যাই
নিত্যই আমরা ঘাসফুল!
ব্যাথা পেলেও কিছু মনে
করে না ঘাসফুল!
তারপরও শিশির কনা
গায়ে মেখে নিত্যই সাজে
সকাল বেলা ঘাসফুল!
মুগ্ধতা ছড়াতে করে না তো
সে কোনো ভুল!
ঘাসফুলের ক্ষুদ্রতাকে
উপহাস না করে;
মুগ্ধতায় হই আকুল!
বড় অনাদরে বেড়ে উঠা
এইতো ঘাসফুল!
প্রয়োজনে নয়, রসনায় নয়,
কামনায় নয়,
ভুল করে হলেও
মন থেকে
একবার বলি
ভালোবাসি তোমায়
ঘাসফুল!”
বাংলাদেশ সময়: ১০:১৮:৪৩ ৯৩১ বার পঠিত