সোমবার, ৯ মার্চ ২০২০
মৌচাক সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
Home Page » সাহিত্য » মৌচাক সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিতবঙ্গ-নিউজ সংস্কৃতি সংবাদঃ ৬ই মার্চ ২০২০ ইং তারিখে ঢাকায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের অডিটরিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠিত হলো মৌচাক সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী । কবিতা পাঠ , আলোচোনা, সঙ্গীত পরিবেশনা , গূণীজন সংবর্ধনা -এর মাধ্যমে এই ৬ষ্ঠ বার্ষিকী সবার মনে চিরদিনের জন্য অম্লান হয়ে থাকবে বলে এই সংগঠনের প্রতিষ্ঠাতা বাদল কৃষ্ণ বণিক আশা ব্যক্ত করেন । অনুষ্ঠানটি ২ পর্বে ভাগ করা হয়েছিল …
১ম অধিবেশন
প্রধান অতিথি–জাকির আবু জাফর, বিশিষ্ট কবি
প্রধান আলোচক– নূরুল ইসলাম বিপিএম, কবি, গীতিকার ও এডিশনাল এসপি
বিশেষ আলোচক - কবি শ্যামল সোম, উপদেষ্টা মৌচাক (ভারত)
উদ্বোধক–মোস্তফা কামাল, চেয়ারম্যান, শাহী ফাউড্রি লিমিটেড
বিশেষ অতিথিবৃন্দ–
১)এসআই মির্জা, কবি ও গীতিকার
২)মোঃ রুস্তম আলী, সভাপতি- শসাপ
৩)অধ্যক্ষ আবুল কালাম আজাদ - উপদেষ্টা শসাপ
৪) অধ্যাপক লুৎফর রহমান জয়,লেখক ও গবেষক
৫)আবু সাইম মোল্লা, কবি ও সংগঠক
৬)মোহাম্মদ আমির হোসেন, প্রতিষ্ঠাতা- অন্যভুবন
৭)মোঃ সোহাগ, প্রতিষ্ঠাতা- শসাপ
৯)জাহিদ মাহমুদ, প্রতিষ্ঠাতা-
১০)কোমল দাস, প্রতিষ্ঠাতা- স্বপ্ন সাহিত্য চর্চা
১১)এসএকে রেজাউল করীম, কবি ও সংগঠক
১২)সফর আলী, প্রতিষ্ঠাতা- স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ
১৩)কবি অপু চৌধুরী, সভাপতি হবিগনজ মৌচাক
১৪)অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সহসভাপতি শ্রীমঙ্গল মৌচাক
১৫)কবি এম এ ওয়াহিদ, সভাপতি বালাগনজ শীতলপাটি সাহিত্য পরিষদ।
১৬) বীথি কবির, মৌচাক
১৭) মনতোষ দাস
১৮) বৈশাখী দাস ঝিলিক
১৯) ফাহিম মাহমুদ
২০) শিপন দাস, মৌচাক
শুভেচ্ছা বক্তা - আশিকুর রহমান নিবিড়
সভাপতিত্বে- শামীমা আক্তার, সহসভাপতি মৌচাক ঢাকা কমিটি।
২য় অধিবেশন
প্রধান অতিথিঃ অসীম সাহা,শুদ্ধতার কবি
প্রধান আলোচকঃ আসলাম সানি, দেশ বরণ্য কবি ও ছড়াকার
বিশেষ আলোচকঃ এ বি এম সোহেল রশীদ,কবি,অভিনেতা ও সংগঠক
উদ্বোধন বক্তাঃ বাদল কৃষ্ণ বণিক,প্রধান সমম্বয়ক ও মৌভাক প্রতিষ্ঠাতা
বিশেষ বক্তাঃ অঞ্জনা সাহা, কবি সাহিত্যিক
বিশেষ বক্তাঃ সৌমিত্র দেব,কবি সাহিত্যিক
বিশেষ বক্তাঃ মোসলহ উদ্দিন, কবি ও সংগঠক
বিশেষ বক্তাঃ রোখসানা সুখী, কবি ও সংগঠক
বিশেষ অতিথিবৃন্দ
মামুনুর রশীদ, কবি ও সংগঠক
শাহারিয়া কামাল, কবি ও সংগঠক
রেবেকা জাহান রোজি, সম্পাদক, কেন্দ্রীয় মৌচাক
কামাল আহমেদ,সভাপতি,সিলেট বিভাগীয় কমিটি
মুন্সি কবীর, কবি ও সংগঠক
ড. শরীফ সাকি,পৃষ্ঠপোষক ও মানবাধিকার কর্মী
কবি ও সংগঠক পিংকী আচার্য,সভাপতি মৌচাক ঢাকা বিভাগীয় কমিতি। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন সাহিত্য চর্চার কর্ণধার ফাহিম ও সোমা হালদার ।
বাংলাদেশ সময়: ০:৫৭:০১ ৯৫৫ বার পঠিত #কবি #কবিতা #মৌচাক সাহিত্য পরিষদ