রবিবার, ২১ জুলাই ২০১৩
ঘাম থেকে পানীয় জল
Home Page » এক্সক্লুসিভ » ঘাম থেকে পানীয় জলবঙ্গানিউজ ডটকমঃ গায়ের ঘামে ভেজা জামাটি থেকেই পাওয়া যেতে পারে পরিশুদ্ধ এক গ্লাস পানি। সম্প্রতি ইউনিসেফের একটি প্রকল্পে ঘাম থেকে পানি নিষ্কাশনের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন গবেষকরা।
বর্তমানে সুইডেনে এ যন্ত্রটি প্রদর্শিত হচ্ছে। এটি ভেজা কাপড়ের আর্দ্রতা কাজে লাগিয়ে সুপেয় পানিতে রূপান্তরিত করতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ৭৮ কোটিরও বেশি মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। বিশুদ্ধ পানি পানে সচেতনতার জন্যই এ যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। সুইডেনের গোথেনবার্গে ১ হাজারের বেশি মানুষ ঘাম থেকে রূপান্তরিত পানি পান করেছেন। ঘাম থেকে পানি নিষ্কাশনের যন্ত্রটির নকশাবিদ ও নির্মাতা প্রকৌশলী আন্দ্রেস হ্যামার। এ যন্ত্রটিতে ব্যবহৃত হয়েছে বিশেষ পানি পরিশুদ্ধিকরণ উপাদান যার উদ্ভাবক হচ্ছে সুইডেনের রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি। হ্যামার তার উদ্ভাবন সম্পর্কে জানিয়েছেন, ঘাম থেকে পানি নিষ্কাশন যন্ত্রটিতে ব্যবহৃত হয়েছে মেমব্রেন ডিস্টিলেশন নামক পদ্ধতি যা ঘামকে বাষ্পে রূপান্তরের সময় ক্ষতিকর ব্যাকটেরিয়া, লবণ, কাপড়ের তন্তু বা অন্যান্য উপাদানগুলোকে আলাদা করে দেয়। এ পদ্ধতি অনেকটাই মহাকাশে নভোচারীদের মূত্র থেকে পানি নিষ্কাশন পদ্ধতির মতো হলেও এটি সাশ্রয়ী বলে জানান হ্যামার।
সূত্র : বিবিসি অনলাইন
বাংলাদেশ সময়: ০:০৪:০৭ ৫৩২ বার পঠিত