মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

জাককানইবিতে মাধব মালঞ্চি কইন্যার প্রথম মঞ্চায়ন

Home Page » শিক্ষাঙ্গন » জাককানইবিতে মাধব মালঞ্চি কইন্যার প্রথম মঞ্চায়ন
মঙ্গলবার, ৩ মার্চ ২০২০



 ফাইল ছবিফাইল ছবি

বঙ্গ-নিউজ-

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মৈমনসিংহ গীতিকা অবলম্বনে মাধব মালঞ্চী কইন্যা নাটক অনুষ্ঠিত হয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আল জাবির। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ পরিবেশনায় অংশগ্রহণ করেন। বিকাল ৩.৩০ মিনিটে ছিল টেকনিক্যাল শো এবং ৬.৩০ মিনিটে প্রেস শো । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান নাটকটি উপভোগ করেন। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক ড. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। নির্দেশক বলেন , সাইদুর রহমান বয়াতি এই মাধব মালঞ্চ কন্যা পালাগানের সংগ্রহ করেন এবং বাংলাদেশে মঞ্চায়নের ক্ষেত্রে এই প্রথম নাটকটি মঞ্চায়িত হল।এই পালা টি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পালা পরিবেশনের ঢঙের পরিবেশিত হয়েছে। উল্লেখ্য ৩ ও ৪ মার্চ বিকেল তিনটায় ও সন্ধ্যা ছয়টায় উক্ত বিভাগের স্টুডিও থিয়েটারে এই নাটকটি পরিবেশিত হবে।

ফাইল ছবিফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবিফাইল ছবি

বাংলাদেশ সময়: ১:০৯:১১   ১৫৯২ বার পঠিত   #  #  #  #