রবিবার, ১ মার্চ ২০২০

একফালি চাঁদ - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » একফালি চাঁদ - গুলশান আরা রুবী
রবিবার, ১ মার্চ ২০২০



---

যদি মন চায় দেখতে এসো পুরাতন

ঠিকানায়,

থাকবো আমি তোমার অপেক্ষায়।


মন খারাপ করার কোন কারণ নেই,

মাঝে মধ্যেই দেখা হবে এই টুকু চাই।


আমি যদি হই পূর্ণিমার চাঁদ ,

তুমি হবে অকুল নদীর বাঁধ।


চাঁদ হয়ে দেবো আমি আলোর জ্যোতি,

তুমি যদি নিশিতে নিও সেই প্রস্তুতি।


আমি বাতাস হয়ে আসবো তোমার কাছে ,

যদি তুমি ফুলে ফুলে সাজাও কুঞ্জ নতুন সাজে।


তোমার ধরিয়ার পানি যদি যায় শুকিয়ে,

আমি বৃষ্টি হয়ে কানায় কানায় দেব ভরিয়ে।


তোমার মুখে মিষ্টি হাসি ফোঁটাবো হেসেখেলে

আমি জানি;

তোমার মনের ঐ ক্যানভাস আমি ভরিয়ে দেব ,

তোমার আমি এক ফালি চাঁদ হাসি এনে দেব।


ভরিয়ে দেব পূর্ণ করে সকল আলো হাসি,

তাই তো আমি ছড়িয়ে দিয়ে তোমায় ভালোবাসি

বাংলাদেশ সময়: ১৯:১০:২২   ৮৪১ বার পঠিত