একফালি চাঁদ - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » একফালি চাঁদ - গুলশান আরা রুবী
রবিবার, ১ মার্চ ২০২০



---

যদি মন চায় দেখতে এসো পুরাতন

ঠিকানায়,

থাকবো আমি তোমার অপেক্ষায়।


মন খারাপ করার কোন কারণ নেই,

মাঝে মধ্যেই দেখা হবে এই টুকু চাই।


আমি যদি হই পূর্ণিমার চাঁদ ,

তুমি হবে অকুল নদীর বাঁধ।


চাঁদ হয়ে দেবো আমি আলোর জ্যোতি,

তুমি যদি নিশিতে নিও সেই প্রস্তুতি।


আমি বাতাস হয়ে আসবো তোমার কাছে ,

যদি তুমি ফুলে ফুলে সাজাও কুঞ্জ নতুন সাজে।


তোমার ধরিয়ার পানি যদি যায় শুকিয়ে,

আমি বৃষ্টি হয়ে কানায় কানায় দেব ভরিয়ে।


তোমার মুখে মিষ্টি হাসি ফোঁটাবো হেসেখেলে

আমি জানি;

তোমার মনের ঐ ক্যানভাস আমি ভরিয়ে দেব ,

তোমার আমি এক ফালি চাঁদ হাসি এনে দেব।


ভরিয়ে দেব পূর্ণ করে সকল আলো হাসি,

তাই তো আমি ছড়িয়ে দিয়ে তোমায় ভালোবাসি

বাংলাদেশ সময়: ১৯:১০:২২   ৮৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ