শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
কাব্যশ্রেয় সম্মাননা পেলেন গুলশান আরা রুবী
Home Page » সারাদেশ » কাব্যশ্রেয় সম্মাননা পেলেন গুলশান আরা রুবীবৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মোহনপুরের কৃতি সন্তান কবি ও কথাসাহিত্যিক গুলশান আরা রুবী অনলাইন সাহিত্য সংগঠন কবি ও কবিতার ভূবনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাব্যশ্রেয় সম্মাননায় ভূষিত হয়েছেন।
আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে গুলশান আরা রুবীর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন সাংবাদিক আল-আমিন সালমান।
এই সময় সম্মাননা স্মারক তুলে দেন শুদ্ধতার কবি অসীম সাহা এবং জ্ঞানতাপস প্রাকৃতজ শামীম রুমী টিটন।
বাংলাদেশ সময়: ২২:০৪:৫৩ ৬৯১ বার পঠিত #কাব্যশ্রেয় সম্মাননা