শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
ভাঙ্গায় ড্রাম ট্রাক চাপায় পুলিশ নিহত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ড্রাম ট্রাক চাপায় পুলিশ নিহত
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় পাথর বোঝাই ড্রাম ট্রাক চাপায় মোঃ ইউনুস শিকদার (৫২) নামক এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের নির্মাণাধীন বগাইল টোল প্লাজার কাছে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটির হেলপারকে আটক করা হয়েছে। নিহত ইউনুস বরিশাল জেলার বানারীপাড়ার সোনাহার গ্রামের মৃত কাঞ্চন আলী শিকদারের ছেলে ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল ছিলেন।
পুলিশ জানায়, হাইওয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি শেষে সকাল ৬টায় থানার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রকৃতিরডাকে সাড়া দিলে পুলিশের গাড়ীটি থামাতে বলে ইউনুস। এ সময় সে পুলিশের গাড়ী থেকে নেমে সড়কের অপরপার্শ্বে যাওয়ার আগেই দ্রুতগতীতে আসা পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে থানায়নিয়ে আসে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর রিজিওন (ফরিদপুর) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক (ফরিদপুর ট ১১-০৪৫১) ও হেলপারকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৫ ৯৮৬ বার পঠিত #ট্রাক চাপায় পুলিশ নিহত #ফরিদপুর #ভাঙ্গা