বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
মুজিব বর্ষ উপলক্ষে জনগণের দোরগোড়ায় ফরিদপুর বিআরটিএ
Home Page » প্রথমপাতা » মুজিব বর্ষ উপলক্ষে জনগণের দোরগোড়ায় ফরিদপুর বিআরটিএ
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
মুজিব বর্ষ উপলক্ষে জনগণের দোরগোড়ায় প্রশাসন এই শ্লোগান নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় ওয়ান স্টপ সার্ভিসে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (লার্নার) প্রদান এর উদ্বোধন করা হয়েছে। ভাংগা উপজেলা প্রশাসন আয়োজিত ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় সরকারী কে এম কলেজ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, ভাংগা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আল আমীন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক গনেশ চন্দ্র সাহা, মোটরযান পরিদর্শক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সকাল ১০ টা থেকে কলেজ মাঠে নয়শ চালকের হাতে এই শিক্ষানবিশ লাইসেন্স তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত কল্পেই এ আয়োজন। সরকার এখন নিয়ম করেছে যে, লাইসেন্স না থাকলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, কিন্তু লাইসেন্স করতে এর অর্ধেক টাকাও খরচ হয় না। এজন্যই বিআরটিএ আপনাদের কথা ভেবেই আপনাদের কাছে এসেছে লাইসেন্স দেওয়ার জন্য। এর পরেও যদি কেউ লাইসেন্স বিহীন থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি আপনাদের নিজেদের কথা, পরিবারের কথা ভেবে সকলেই হেলমেট ব্যবহার করবেন। এমনকি আপনারা যখন আপনাদের সন্তানদের নিয়ে মটর সাইকেলে বের হবেন তাদেরকেও হেলমেট পরাবেন।
বাংলাদেশ সময়: ১৮:১২:২৮ ৭১৫ বার পঠিত #ফরিদপুর #বিআরটিএ #ভাঙ্গা #মুজিব বর্ষ