বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে -স্পীকার শিরীন শারমীন চৌধুরী
Home Page » প্রথমপাতা » শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে -স্পীকার শিরীন শারমীন চৌধুরী
সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত অডিটোরিয়াম প্রাঙ্গণে “উপজেলার ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা বিস্তারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরুষের পাশাপাশি নারী শিক্ষার প্রসারও এখন দৃশ্যমান। শিক্ষার উন্নয়নে পীরগঞ্জে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। স্পীকার আরও বলেন, পীরগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রথমে স্পীকার পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে রংপুর জেলা তথ্য অফিস আয়োজিত ‘শিশু মেলা-২০২০ ও র্যালি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিশু র্যালিতে অংশগ্রহণ শেষে শিশু মেলা পরিদর্শণ করেন। স্পীকার আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এমন আয়োজন সকলকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, মুজিববর্ষে শিশুদের সৃজনশীল হয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে মাথা উঁচু করে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। এ ত্যাগ থেকে শিশুদের শিক্ষা নিতে হবে। পরে ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ-২০২০” উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা ভবন কমপে¬ক্সে “বঙ্গবন্ধু ম্যুরাল” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মুজিববর্ষ উদযাপন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভে সহায়ক হবে বলে তিনি উল্লে¬খ করেন। মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকারের পাশাপাশি জাতীয় সংসদও বর্ষব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে। পীরগঞ্জেও বর্ষব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:১২:৪৬ ৫১৪ বার পঠিত #পীরগঞ্জ #রংপুর #স্পীকার শিরীন শারমীন চৌধুরী