বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

পীরগঞ্জে নেশাগ্রস্থ্য সন্তানকে পুলিশে দিলেন মা

Home Page » প্রথমপাতা » পীরগঞ্জে নেশাগ্রস্থ্য সন্তানকে পুলিশে দিলেন মা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০



আসবাবপত্র ও হাড়ী-পাতিল
সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে এক নেশাগ্রস্থ্য সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারই জন্মদাতা মাতা। নেশাগ্রস্থ্য আলম থানা হেফাজতে রয়েছে। সে উপজেলার কুমেদপুর ইউনিয়নের দিগদুয়ারী গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে আলম মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নেশার টাকা না পেয়ে আলম মিয়া দা-ছোড়া হাতে নিয়ে মায়ের ঘরের আসবাবপত্র ও হাড়ী-পাতিল ভাংচুর করে। নেশাগ্রস্থ্যর বিরুদ্ধে প্রতিবেশী ও পরিবারের লোকজন ভয়ে কেউ কথা বলতে পারে না। নেশাগ্রস্থ্যর মাতা বেলী বেগম থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে থানা হেফাজতে রাখে। অভিযুক্ত আলম মিয়া দীর্ঘ ১০ বছর ধরে মাদকের সাথে জড়িত। নেশা করার কারণে তাদের সংসারে সাত বিঘা জমি বিক্রি করে আজ সে নিঃস্ব। ঋণের টাকা পরিষোধ করতে হয় বলে জানায় বেলী বেগম।

বাংলাদেশ সময়: ২০:০৯:০৬   ৬০৭ বার পঠিত   #  #  #