শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

ভাঙ্গায় আদালতের নির্দেশ অবমাননা করে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় আদালতের নির্দেশ অবমাননা করে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০



মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টায় ঘর উত্তোলন
ব্যুরো চিফ, ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় শেখ ওবায়দুর রহমানের (৪০) বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননা করে মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ পাওয়াগেছে। মুক্তিযোদ্ধার জমিটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখল মুক্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দাড়িয়ার মাঠে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। গত বছরের ১৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত উক্ত জমিটিতে ১৮৮ ধারা জারী করেন। গত ১০ ফেব্রুয়ারী আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে জমিটিতে শেখ ওবায়দুর রহমান ও তার সহযোগীরা একটি ছাপড়া ঘর উত্তোলন ও গাছ লাগিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে মুক্তিযোদ্ধার ছেলে মো. কামরুল ইসলাম প্রতিবেদককে বলেন, আমার পিতার ক্রয়কৃত ২৬ শতাংশ জমিটি আমরা ১৯৯৩ সাল থেকে ভোগ দখল করে আসছি। গত বছর থেকে অভিযুক্তরা অনৈতিকভাবে জমিতে তাদের ভাগ রয়েছে বলে বিভিন্ন সময়ে চাঁদা দাবী ও ঝগড়া বিবাদ শুরু করে। এ ঘটনার জন্য আদালতে মামলা করা হলে জমিটিতে অভিযুক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছিল। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধার ছেলে।
এ বিষয়ে অভিযুক্ত শেখ ওবায়দুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মুঠোফোনটি একাধিকবার বন্ধ পাওয়াগেছে। অভিযুক্ত গঞ্জর মাতুব্বরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে চাঁদার বিষয়ে তিনি অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩৮   ৮৮৭ বার পঠিত   #  #  #