শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভালে জাককানইবি
Home Page » শিক্ষাঙ্গন » ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভালে জাককানইবিসৌরভ বর্মন গৌতম:
ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভাল ২০২০ ।এতে অংশ নেয়ার সুযোগ পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী
আগামী ২৪থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফেস্টিভালে দক্ষিন এশিয়ার ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নিবেন । অংশগ্রহনকারী শিক্ষার্থীরা লাইট,ভোকাল,গ্রুপ সং,ক্লাসিক্যাল ডান্স,ফোক ডান্স,ডিবেট ,ইলোকিউশন,পোস্টার মেকিং এবং ক্লে মডেলিং সহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের শিক্ষা ,সামাজিক ,সংস্কৃতি ,অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্হাপন করবেন । বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুশররাত শবনম ও অধ্যাপক ড.জাহীদুল কবির নেতৃত্বে চারুকলা বিভাগের ২০১৬-১৭(-এম.এফ.এ-) শিক্ষাবর্ষের বাচ্চু মিয়া( আরিফ ),সংগীত বিভাগের ২০১৫-১৬ শিষাবর্ষের কানিজ খন্দকার মিতু। উল্লেখ্য কানিজ খন্দকার মিতু এ নিয়ে তিনবারের মত ইয়ুথ ফেস্টিভালে অংশ গ্রহন করছেন এবং ২০১৯ সালে সংগীতে সেরা পারফরমার হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
সঙ্গীত বিভাগের অপর অংশগ্রহণকারী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রনব হালদার প্রান্ত এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুনালিসা রয় । আগামী ২৩-২-২০২০ তারিখে ভারতের উদ্দেশ্য রওনা দিবেন ।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৪ ১৯৬২ বার পঠিত