শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

উত্তরা বন্ধুসভার অমর একুশ উদযাপন

Home Page » এক্সক্লুসিভ » উত্তরা বন্ধুসভার অমর একুশ উদযাপন
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০



উত্তরা বন্ধুসভাবঙ্গ-নিউজঃ অমর একুশের তাৎপর্য কি জানে আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত শিশুরা? এবার সেসব শিশুদের কাছে অমর একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার প্রয়াস উত্তরা বন্ধুসভার। উত্তরায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “আনন্দ পাঠশালা” যেখানে প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে “অ”, “আ”, ” ক”, “খ” শেখে প্রতিদিন। তাদের সাথে নিয়ে এবারে উত্তরার অমর একুশে উদযাপিত হল।
উত্তরা বন্ধুসভার উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরি, ড. সোলায়মান কবীর ও সাজ্জাদ কামাল রিয়াদের উপস্থিতিতে বন্ধুসভার ৪০ জন বন্ধু আনন্দ পাঠশালার সেসব পথশিশুদের সাথে নিয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।উত্তরা বন্ধুসভা বুকে হাত রেখে আনন্দ পাঠশালার অনাথ সেই শিশুগুলোর সম্মিলিত কণ্ঠে ধ্বনিত “আমার সোনার বাংলা” যেন এক যাদুকরী দৃশ্যের অবতারণা করল।
এরপর বাচ্চারা একে একে মায়ের ভাষায় গান, কবিতা আর খেলাধূলার মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলে। এ সময় বন্ধুরা বাচ্চাদেরকে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস শোনান। শিশুরা জানায়- আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তারা খুবই আনন্দিত!উত্তরা বন্ধুসভা
অনুষ্ঠানের সমাপ্তিতে আনন্দ পাঠশালার শিক্ষকগণ ও উত্তরা বন্ধুসভার বন্ধুরা সকল শিশুর হাতে পুরষ্কার ও খাবার তুলে দেন।
উপদেষ্টাদের পাশাপাশি সার্বিক সহায়তায় ছিলেন উত্তরা বন্ধুসভার সভাপতি জুলহক রহমান, সহসভাপতি আল ফয়সাল ও সুজন মিয়া, সাধারণ সম্পাদক আকিব আনজুম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত ইমন, নারী বিষয়ক সম্পাদক তাহসীন ঐশী, পাঠচক্র সম্পাদক নাজমুল হোসেন, অর্থ সম্পাদক নুসরাত জাহান ছাড়াও জনি চৌধুরি, কাব্য, সোহাগ, সুমন, অনিক, তিশা, হৃদয়, রিপন, আজাদুর রহমান, আরিফ, জুয়েল, মিশু, রাফি, সোনিয়া, দৃষ্টি, এরশাদ, জিবীন, কণা, কেয়া, আমজাদ, রায়হান, খায়ের, নাঈমা, জ্যোতি, রিফাত, জয়, নিলয় সহ আরো অনেকে। আলোকচিত্রী হিসেবে ছিলেন বন্ধু মোঃ আমিন।উত্তরা বন্ধুসভা

বাংলাদেশ সময়: ১১:১৬:৩৯   ১০০২ বার পঠিত