শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

রক্তিম অঙ্গিকার -নূরুল ইসলাম বিপিএম

Home Page » সাহিত্য » রক্তিম অঙ্গিকার -নূরুল ইসলাম বিপিএম
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০



 রক্তিম অঙ্গিকার

মাগো,তোর ছেলেরা হাসিমুখে গেল গেয়ে
রক্তঝরার গান,
তোর মুখের ভাষায় খুঁজছে ওরা অনন্তের প্রাণ!
তোর ভাষাতেই গাঁথা আত্মা ওদের-
তোর বুকেতেই সুখ,
মৃত্যু ভয়ে কাঁপেনি ওরা-
ওরা শুধু দেখতে চেয়েছিল তোর হাসিভরা মুখ।
তোর মুখের ভাষায় সোহাগ শত,
তাইতো ওরা রক্তিম অঙ্গিকারে-
সেজেছিল বীরের মতো!
তোর মুখের বুলি ফিরিয়ে দিতেই-
বজ্রকঠিন আওয়াজ তুলে,
গুলীর মুখেও তাইতো ওরা পেতেছিল বুক!
মাগো,বাংলা তোমার কোটি সন্তানের
স্বপ্ন সুখের মুক্ত আশা-
রক্তকণায় থাকুক ফুটে-
তোমার মুখের বুলি,আমার-ই বাংলা ভাষা।

নূরুল ইসলাম বিপিএম

বাংলাদেশ সময়: ১০:১৪:২০   ৫৭৭ বার পঠিত   #  #