শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
আমি কি ভুলিতে পারি- স্বপন কুমার চক্রবর্তী
Home Page » সাহিত্য » আমি কি ভুলিতে পারি- স্বপন কুমার চক্রবর্তীতুমি আমার চেতনার শিখা,সকল প্রেরণা
তুমি আমার অস্থি-মজ্জা,প্রাণের সঞ্চালণা
তুমি আমার রবীন্দ্র-নজরুল-শামছুর রাহমান
বাংলা শব্দের গতিময় ছন্দ,বন্যার মত বহমান।
তুমি জয়নুলের তুলির আচঁড়,মোটা ক্যানভাসের পটে
দুর্ভিক্ষে কিংবা সবুজ বিপ্লবে যখন যেমন ঘটে।
মধূ-পানরত ধান-শালিক তুমি, লাল শিমুলের ফুলে
মৌমাছি-গুঞ্জন সরিষা ফুলে, নদীতে নৌকা পাল তোলে তোল।
দিগন্ত বিস্তূত মাঠ তুমি,বাছুরের ক্ষিপ্র গতিতে ছুটা
কোকিলের কুহু, ময়ূরের কেকা,সকালের ফুল ফোটা।
নদীর কলতাণ, মাল্লার গান, মুর্ছনা উদাস বাউলের
কিষানীরা খাটে, উদয়াস্ত মাঠে, পুটলিতে পিঠা চাউলের।
মায়ের আঁচল সম অশ্বত্থের ছায় ঘুমায় ক্লান্ত পথিক
অবিরাম গায় দোয়েল শ্যামা, মুখরিত চারিদিক।
শ্যামলা মেয়ে নেচে গেয়ে ঝিলের পানে ধায়
শাপলা নিয়ে ঘরে ফিরে মল বাজে তার পায়।
তুমি আমার বজ্রকণ্ঠ,” আর যদি একটা গুলি চলে”
তোমার প্রেরণায় পেলাম স্বদেশ, পরাধীনতা পিছু ফেলে।
আজকে মোরা গর্বিত জাতি,অটুট স্বাধীনতা,
একুশ ! তোমায় ভুলে যাব ? কখনও হয় কি তা ?
বাংলাদেশ সময়: ৯:৪৭:৪৬ ৫৪৭ বার পঠিত