শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০

‘চলচ্চিত্রের কলমে গল্প কবিতা’ !

Home Page » ফিচার » ‘চলচ্চিত্রের কলমে গল্প কবিতা’ !
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০



ইলা জাহান নদীর বই

বঙ্গ-নিউজঃ ইলা জাহান নদী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জাজ মাল্টিমিডিয়াতে কর্মরত আছেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে।
তিনি এর পাশাপাশি এবারের বই মেলার জন্য দুটি বই লিখেছেন ।
উপন্যাস “কালাই কইতরি আরণ্যক” কবিতাগ্রন্থ “ইচ্ছেগাছের পাতাগুলো”।

এই গুলিতে তিনি বিশেষ ভাবে ভালবাসা বা এর মূল্যবোধকেই গুরুত্ব দিয়েছেন।

তার বইগুলি পাওয়া যাচ্ছে যেখানে যেখানেঃ
বই
উপন্যাস কালাই কইতরি আরণ্যক
মূল্য ১৫০
গতি প্রকাশনী . স্টল: ৬৮৪
প্রচ্ছদ : ধ্রুব এষ

কবিতাগ্রন্থ ইচ্ছেগাছের পাতাগুলো
মূল্য ১৩০
কবিতাচর্চা প্রকাশনী .স্টল ৫৫২(ক)
প্রচ্ছদ : বদরুল হায়দার
অনলাইনে বই পেতে
রকমারি ডট কম
আর
বাংলা বই ডট কম।

‘কালাই কইতরি আরণ্যক ‘ বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসকৃতি প্রতি মন্ত্রী জনাব কে এম খালিদ۔

বাংলাদেশ সময়: ৯:২১:৩০   ৯২৩ বার পঠিত   #  #  #