শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
হাওরসাহিত্য পাঠাগারে শহিদদের স্মরণে আলোচনা সভা
Home Page » প্রথমপাতা » হাওরসাহিত্য পাঠাগারে শহিদদের স্মরণে আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা বাজারে অবস্থিত হাওর ভিত্তিক দেশের প্রথম পাঠাগার “কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠার” এর উদ্যোগে আজ বিকালে ৫২ সালে মহান ভাষা শহিদদের স্মরেণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন,সঞ্চালনা করেন শাহদাৎ হোসেন।সভায় মহান শহিদদের আত্মার শান্তি কামনা করে আলোচনায় অংশ নেন রিপন সরকার,সুকান্ত সরকার,সাগর বর্মন,শরীফ মিয়া,মোঃ আব্দুল্লাহ,জাকির হোসেন,রামীমূল ইসলাম,ইমাম হোসেন,আলমনূর মিয়া,সৌরভ মিয়া,সুস্থির সরকার,রনি সরকার,সুজ্জ্বল মিয়া,মোবাশ্বির রানা,কবির মিয়া,বিকাশ সরকার,প্রবির সরকার,সুকান্ত সরকার প্রমুখ।পরে সভাপতি মামুন হোসেন’র সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৯:১৯ ৬২৭ বার পঠিত