বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

জাককানইবিতে ‘থিয়েটার ফর থেরাপি’ শিরোনামে ওয়ার্কশপের সমাপনী হলো আজ।

Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » জাককানইবিতে ‘থিয়েটার ফর থেরাপি’ শিরোনামে ওয়ার্কশপের সমাপনী হলো আজ।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০



ফাইল ছবি

 বঙ্গ-নিউজ-

আজ ২০ ই ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে তিন দিনব্যাপী ‘থিয়েটার ফর থেরাপি’নামক ওয়ার্কসপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোস্তফা কামাল যাত্রা উক্ত ওয়ার্কসপের পরিচালনা করেন । তিনি একটি বেসরকারী সংস্থার কার্যনির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খন্ডকালীন শিক্ষক। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান , কোষাধ্যক্ষ মো. জালাল বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মামুন রেজা, নীলা সাহা,মাজহারুল হোসেন তোকদার ও উক্ত বিভাগের প্রভাষক হীরক মুশফিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল জাবির।উক্ত ওয়ার্কসপে বিভাগের এপলাইড থিয়েটার বিষয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগ বাংলাদেশে স্নাতকোত্তর পর্যায়ে ২০১৮-১৯ সেশনে প্রথম এপলাইড থিয়েটার চালু করে।

বাংলাদেশ সময়: ২১:১৮:১৩   ১২০৯ বার পঠিত   #  #