বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় আফরোজা বেগম (২৪) নামক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার রাতে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
আফরোজা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শাহ্ জাহান ফকিরের মেয়ে ও একই গ্রামের রমজান শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার বিকালে আফরোজা বাবার বাড়ী থেকে স্বশুর বাড়ী যায়। সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় ১৫ মাসের শিশু বাচ্চা মেয়ের কান্না থামাতে রমজানের ভাইয়ের স্ত্রী তাদের কাছ থেকে শিশুটিকে নিয়ে যায়। কিছু সময় পরে শিশুটির কান্না থামাতে না পারায় সে আফরোজার ঘরের সামনে যায় ও ডাকতে থাকে। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ও দরজা বন্ধ থাকায় বেড়ার ফাঁকা দিয়ে সে আফরোজাকে ঘরের আড়ার সাথে ওড়না পেচাঁনো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে ডাক-চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আটরশি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তুহিন হাওলাদার বলেন, পারিবারিক কলহের জের ধরে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০০:২৪ ৮০৪ বার পঠিত #ঝুলন্ত মরদেহ উদ্ধার #ফরিদপুর #ভাঙ্গা