বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
‘ডুবে যেতে যেতে’ নিয়ে বললেন আযীমুল হক
Home Page » সাহিত্য » ‘ডুবে যেতে যেতে’ নিয়ে বললেন আযীমুল হক‘ডুবে যেতে যেতে’ নিয়ে বললেন ডি আই জি হাবিবুর রহমান এবং লেখক আযীমুল হক-
আযীমুল হক ।
পিতাঃ মোহাঃ মোবারক আলী হাওলাদার।
মাতাঃ আনোয়ারা বেগম
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পানগুছি নদীতীরে পুটিখালী গ্রামে জন্ম। শৈশব কেটেছে সুন্দরবন লাগোয়া এই নদীর নোনাজোল গায়ে মেখে। শিক্ষক বাবার বেতের সুটকেসে রক্ষিত ছন্দকবিতার পাণ্ডুলিপি লোবান ঘ্রাণের মতো দাঁতপড়া শৈশবে। বাড়ন্ত কৈশোরে সহোদর কবি আতিয়ার রহমানের কবিতা পড়ে পড়ে কবিতার পিছু হাঁটা।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতকোত্তর। প্রথম চাকরি ব্যাংকে, তারপর বিসিএস শিক্ষা ক্যাডারে বাগেরহাট পিসি কলেজে অধ্যাপনা। বর্তমানে বিসিএস পুলিশ ক্যাডারে বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২:২১:০২ ৪৭৫ বার পঠিত