মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের নিহত ১ আহত ৩
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের নিহত ১ আহত ৩
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ড্রাম ট্রাকের ধাক্কায় নুর মোহাম্মাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলের অপর তিন আরোহী শিশুটির মা, বাবা ও ছোট ভাই আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মাওয়া ভাঙ্গা মহাসড়কের মালীগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মাদ নড়াইলের নড়াগাথী থানার মোলখানা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মোটর সাইকেলের চারজন আরোহী মাওয়া থেকে নড়াইলের উদ্দেশ্যে যাচ্ছিল। পিছন দিক থেকে আসা অজ্ঞাত বালু ভর্তি একটি ড্রাম ট্রাক ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় চালক ও আরোহীরা ছিটকে পড়ে চরম আঘাত পায়। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চালককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রেজিস্টেশন বিহীন মোটর সাইকেলটি থানা হেফাজতে নেয়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, শিশুটির মরদেহ এবং রেজিস্টেশন বিহীন মোটর সাইকেলটি থানা হেফাজতে রয়েছে। অজ্ঞাত ড্রাম ট্রাকটির সন্ধান পেতে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫৬:১০ ৬৭৩ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মোটর সাইকেল আরোহী নিহত