মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
সীমানা -তাহেরা খাতুন
Home Page » সাহিত্য » সীমানা -তাহেরা খাতুনচলছে ধারা তুমি আমি
সীমানা যেন এই
আমরা তোমরা গেছে সরে
প্রাচীর যেন সেই।
ভাবনা গুলি আজ বন্দী হলো
কালের ভয়াল স্রোতে
অশালীন সব নিয়ম নীতি
সভ্যতা কাঁদে পথে।
দায়িত্ব আজ অবহেলায়
আনন্দে ভাসে উল্লাসে
মানবতায় মন যায় না
বেহুদা প্রকাশ স্টেটাসে।
আগে ডাকো মিডিয়া পার্টানার
তারপর দাও দান
সবই আজ বন্দী যেন
মানুষ আজ দোদুল্যমান।
চিন্তায় শুধু তুমি আমি
সব কিছুতেই অবহেলা
তুমি আমির চালে পরে
ভাসে জীবন ভেলা।
তুমি আমি সীমানা ছাড়ো
মানুষকে ভালোবাস
চিন্তায় আনো সেবা ধর্ম
অসহায়ের সেবায় আসো।
সীমানা ভাঙ্গার স্লোগান দাও
বেরিয়ে এসো একতায়
আমাদের তরে এগিয়ে যাও
সীমানা ভাঙ্গো মানবতায়।
বাংলাদেশ সময়: ৩:১১:৪১ ৬৫১ বার পঠিত # #কবিতা #বাংলা কবিতা