সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

দ্রুত নিয়োগ ও পদায়ন নিশ্চিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত

Home Page » আজকের সকল পত্রিকা » দ্রুত নিয়োগ ও পদায়ন নিশ্চিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০



---

স্টাফ রিপোর্টারঃ গতকাল রবিবার সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বেলা ১১ টায় প্রাথমিকে চূড়ান্তভাবে  উত্তীর্ণরা নিয়োগ হতে না পেরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও অসীম তালুকদারের সঞ্চালনায় শুরু হওয়া অবস্থান কর্মসূচীতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনলাইন গ্রুপ “প্রাথমিক সহকারি শিক্ষক(২০১৮ ব্যাচ),সুনামগঞ্জ”র সাধারণ সম্পাদক নীল রতন সরকার (শ্রাবন),সহসভাপতি মোঃ শের আলী, সহসভপতি সৈয়দ জাকি নাসিফ, সহসভাপতি টিপু আদিত্য,সহ সভাপতি শামীমা খানম কলি,সহসভাপতি আমির সোহেল,সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম,প্রচার সম্পাদক অয়ন তালুকদার(রুবেল),শৃঙ্খলা সম্পাদক পলাশ মজুমদার,সহ শৃঙ্খলা সম্পাদক লিংকন আহমেদ,সহ শৃঙ্খলা সম্পাদক ছমির আহমেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শম্পা বৈদ্য,হাবিবুল ইসলাম হাবীব,অলিউর রহমান, তামান্না  আক্ততার,সোমা সরকার,সহ প্রায় চার শতাধিক নিয়োগ প্রার্থী।

 

কর্মসূচীতে বক্তব্যে প্রার্থীরা বলেন তাঁরা উক্ত চাকরিতে মনোনীত হওয়ার পূর্বে প্রায় সকলেই কোন না কোন চাকরিতে নিয়োজিত ছিলেন।কিন্তু এই চাকরিতে মনোনীত হওয়ায় ইতোমধ্যেই সবাই পূর্বের কর্মক্ষেত্র ত্যাগ করেছেন।ফলে তারা অর্থাভাবে মানবেতর জীবন যাপনের পথে।তাছাড়া নিয়োগে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সামাজিক এবং মানসিকভাবেও হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।এমতাবস্থায় সকলের বক্তব্যে এটাই স্পষ্ট যে, তাঁরা দ্রুত নিয়োগ ও পদায়ন চান সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে। পরে তাঁরা  জেলাপ্রশাসকের মাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এতদ্বসংক্রান্ত লিখিত একটি স্মারকলিপি প্রদান করেন এবং এর অনুলিপি ডিসি ও ডিপিও বরাবর প্রদান করেন।স্মারক লিপিটিতে তারা নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরেন-

 

১।চলতি সপ্তাহের মধ্যেই যোগদান পত্র পাওয়া সকল সুপারিশপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকাগণকে যোগদান ও পদায়ন নিশ্চিতকরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্যে তাঁদের দ্রুত নিয়োগ দিতে হবে।

 

২।১৬ ই ফেব্রুয়ারি রোজ রবিবার থেকে তাঁদের কর্মদিবস বিবেচনা করে সকল সুযোগ সুবিধা দিতে হবে।

 

৩।ইতোমধ্যে যারা স্বাস্থ্য সনদ পেয়েছেন সেটা  পরবর্তিতেও বহাল রাখতে হবে।

 

পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে সবাইকে আয়োজনটি  সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচিটির সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৬   ১৫২০ বার পঠিত