
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক ৬টি মোবাইল জব্দ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক ৬টি মোবাইল জব্দ
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় মুঠোফোনে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রোববার সকাল সোয়া ১১ টায় উপজেলার পশ্চিম পাতরাইল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল গ্রামের মৃত মোতলেব কাজীর ছেলে আলীম কাজী (২৬), আক্কাস আলী সরদারের ছেলে আরিফ সরদার (২৫) ও আসমত আলী মাতুব্বরের ছেলে বাচ্চু মাতুব্বর (৩০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে বিকাশের একাউন্ট ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের কাছ থেকে কৌশলে গোপন পিন, কোড নম্বর সংগ্রহ করে নিজেদের একাউন্টে অর্থ স্থানান্তরের মাধ্যমে প্রতারণা করে আসছিল আলীম কাজী ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পাতরাইল গ্রামে আলীম কাজীর বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২২:৩৩ ৩৬৯৭ বার পঠিত #ফরিদপুর #বিকাশ প্রতারক চক্র #ভাঙ্গা