শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

ওই, আসে ফাল্গুন - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » ওই, আসে ফাল্গুন - ম, বজলুর রাহমান
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০



চরণে, দক্ষিণহাওয়ার মল
আঁখিতে, দেবকাঞ্চনের মলমলে কাজল।
কৃষ্ণচূড়ায় খচিত করতল,
কটিতে, পলাশফুলের মেখলা; চুলবুল।
কানে, পারিজাতের দুল,
কপোলে, শজনে, আমের মুকুল,
কপালে; শিমুলের টিপ, মায়াবী।
খোঁপায়, হলুদিয়া করবী।
জুঁই কনকচাঁপা, ভাঁটফুল
কতনা ফুলের,ওড়না; অতুল।
বনজ ধুন-
ওই, আসে; ফাল্গুন!

রাত্রির ডালে, ভারই তুড়ি
নাটাই গুটায়, শীতের বুড়ি।
হলুদ ঠোঁট, খয়েরি ডানা
শিমুল ডালে, শলিকের বাবুয়ানা।

হৃদয় নদীর, দক্ষিণ চরে
আবির মাখা, ধূলি ওড়ে।
দুপুর রোদে, চাঁদ হাসে
প্রেমের গাঙ্গে, নাও ভাসে।

রঙে রঙে, রাঙে মন
রাঙে, বিশ্বভুবন।
আসে , আসে ফাল্গুন।
———————————————
১ লা ফাল্গুন, ১৪২৬

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩২   ৫৫২ বার পঠিত   #