মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৩
ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ছেলে চান
Home Page » এক্সক্লুসিভ » ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ছেলে চানব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ছেলে চান। অনাগত সন্তানের ব্যাপারে তিনি বলেন, আমার সন্তানটি যেন ছেলে হয়’।
যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের সেনাছাউনিতে সেন্ট প্যাট্রিকস দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওাজ পরিদর্শনে গিয়ে আলাপচারিতার একপর্যায়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কেট এ ইচ্ছা প্রকাশ করেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
আগামী জুলাই মাসে কেট-উইলিয়াম দম্পতির প্রথম সন্তান আসার কথা। এই দম্পতির সন্তানটি ছেলে, না মেয়ে হবে এ ব্যাপারে এখনো রাজপরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অবশ্য উইলিয়াম চান তাদের সন্তানটি মেয়ে হোক।
বাংলাদেশ সময়: ৯:১৬:০৯ ৫৬২ বার পঠিত