মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০

কলকাতার বইমেলায় হীরক মুশফিকের ‘নামহীন গান’

Home Page » সাহিত্য » কলকাতার বইমেলায় হীরক মুশফিকের ‘নামহীন গান’
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০



 নামহীন গান

সৌরভ বর্মন গৌতম , বঙ্গ-নিউজ;   কলকাতার বার্তা প্রকাশনী প্রথমবারের মতো এবছর প্রকাশ করেছে হীরক মুশফিকের কবিতার বই নামহীন গান। এই সময়ের আলো হাওয়ায় যাদের বেড়ে ওঠা সেই সব মুক্ত মানুষের কাছে জীবনের অর্থ আকাশের মতো, সমুদ্রের মতো। নতুনের পথে নিরন্তর এগিয়ে চলতে নেই কোন বিরতি। বোধের এই দুর্নিবার স্রোতে বিস্ময় আছে হয়তো, আছে জিজ্ঞাসাও। শৃঙ্খল ভাংবার আহ্বান তাদের কন্ঠে। কখনো পরম প্রেমে কখনো বিস্তীর্ণ হুংকারে। প্রাণে প্রাণে একটাই বিশ্বাস “সকালটা একদিন আমাদের হবে”। আর যারা আর্থিক উৎকর্ষতা আগ্রহ্য করে মন্দতে মিশে যায়, মিথ্যের আশ্রয় গড়ে ওটা মুখোশ খসে পড়বেই নিশ্চয়ই।ভেসে যাবে একদিন নামহীন গানের ভেলায়। এভাবেই কবির মনের গভীর অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন তাঁর কবিতায়।
বর্তমান সময়ের সংকট,দেশ প্রেম,সুন্দর সময়ের সম্ভাবনা, প্রেম বিরহ নানান বিষয়ে বায়ান্নটি কবিতা স্থান পেয়েছে এই কবিতার বইটিতে। এ কাব্যগ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কবিতা গুলোর শিরোনাম নেই ।এছাড়া কাব্যগ্রন্থটিতে বিস্ময়সূচক ও প্রশ্নবোধক চিহ্ন ছাড়া আর কোন যতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়নি। এই কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা গান আকারে শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে শিঘ্রই যার প্রায় আশি ভাগ সমাপ্ত হয়েছে বলে জানা গেছে । কবি হীরক মুশফিক বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন দুধসর গ্রামে জন্মগ্রহণ করেন। গৃহিণী মা, শিক্ষক পিতা আর চার ভাই-বোনের সংসারে কনিষ্ঠ সদস্য হীরক মুশফিকের বেড়ে ওঠা শতাব্দীর সন্ধিক্ষণের আলো-হাওয়ায়। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে নির্দেশনা বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ভারতের আইসিসিআর বৃত্তির আওতায় পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার অ্যান্ড ভিডিওগ্রাফি বিষয়ে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন বিজ্ঞাপনী সংস্থায় কাজের মধ্য দিয়ে ।জড়িত রয়েছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সাথে। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের চন্দন নগরে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা পেয়েছেন সেরা নির্মাতার স্বীকৃতি। বর্তমানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স কর্মরত রয়েছেন ।মঞ্চনাটক নির্দেশনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ছড়া-কবিতা গান ছোটগল্প নাটক লিখে চলছেন কবি।

হীরক মুশফিক

বাংলাদেশ সময়: ২:১৯:০২   ৮২৯ বার পঠিত   #  #  #  #