সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
বঙ্গ-নিউজ ‘চেতনার বইমেলা’ সরাসরি লেখকঃ মোহম্মদ জহুরুল ইসলাম
Home Page » ফিচার » বঙ্গ-নিউজ ‘চেতনার বইমেলা’ সরাসরি লেখকঃ মোহম্মদ জহুরুল ইসলামবঙ্গ-নিউজ সরাসরি লেখকের কথা
আমার নাম, মোহম্মদ জহুরুল ইসলাম,Mohmmad Jahurul Islam, ইংরেজি সাহিত্যের শিক্ষক, বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর, দিনাজপুর। আমার জন্ম ১৯৮৩ সালে ১০ শে ফেব্রুয়ারি, মাতুলালে।গ্রামঃভবানীপুর,ডাকঃকাটলাহট,উপজেলাঃবিরামপুর,জেলাঃদিনাজপুর। আমার লেখা, সোঁদা মাটির ঘ্রাণ,আমার প্রথম কাব্য গ্রন্থ।এই গ্রন্থটি প্রচলন প্রকাশন, থেকে প্রকাশিত হয়েছে।২০২০ একুশে বইমেলায় প্রচলনের ১৬১ এবং ১৬২ বইয়ের স্টলে কাব্য গ্রন্থটি পাওয়া যাচ্ছে। তবে বইমেলা ছাড়া যে কোন সময় বইটি, কাকলী প্রকশীতে পাওয়া যাবে।এটি আমার প্রথম লেখা কাব্য গ্রন্থ হলেও আমার লেখার বয়স প্রায় ১৫ বছরের মতো।সুদীর্ঘ সাধনার পর আমার এই কাব্য গ্রন্থটি আলোর মুখ দেখলো।আমি ব্যক্তিগত ভাবে খুবই খুশি বিষয়টি নিয়ে।আমার এই কাব্য গ্রন্থটি আমার লেখা সেরা মোট ৫৯টি কবিতা নিয়ে সাজিয়েছি।কবিতা গুলি কয়েকটি বিষয়ের আঙ্গিক নিয়ে লেখা। তবে কবিতা গুলোতে যে মূল বৈশিষ্ট্য গুলো ফুটে উঠেছে ,সে গুলো এরকম-প্রকৃতি ও মানবের সাবলীল মেলবন্ধন, মানবিকতা ও জাতীয় চেতনা বোধ,গভীর জীবন বোধ,স্মৃতি বিলাস ও ভাবালুতায় পরিপূর্ণ।খুব সহজেই পাঠকের পঠনে মুগ্ধতা আনবে,আশা করা যায়। যাকে বলা যেতে পারে মাটি ঘেঁষা লেখা। সোঁদা মাটির ঘ্রাণ শিরোনামে বইটিতে একটি কবিতা আছে।
এই কবিতাটির শিরোনাম নিয়ে বইটির নামকরণ করেছি “সোঁদা মাটির ঘ্রাণ”।সোঁদা, শব্দটির অর্থ নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে।সোঁদা, শব্দটির আভিধানিক অর্থ, গন্ধ বা ঘ্রাণ।আর আমি, সোঁদা, শব্দটি ব্যবহার করেছি স্বদেশী মাটিকে বুঝাতে।যে মাটির বুকে আমরা ছুটে বেড়ায়,খেলাধূলা করি। সেই মাটির ঘ্রাণ শুকে আমাদের বেড়ে উঠা,আমি আমাদের প্রিয় সেই জন্মভূমি, বাংলাদেশের মাটির কথা বুঝাতে চেয়েছি।কবিতা গুলো পড়ে যেন পাঠকের দেশপ্রমে জাগ্রত হয়ে উঠে,প্রকৃতির প্রেম জাগ্রত হয়ে উঠে, স্মৃতিকাতর হয়ে পড়েন।মন যেন নতুন ভাবনার খোরাক পায়।সেই ভাবনায় অবগাহন করে আত্মা গুলো যেন পরিশুদ্ধ হয়ে উঠে। এটি আমার প্রধান উদ্দেশ্য।আমার email ঠিকানা- jahurul.lecbdc@gmail.com [ বিঃদ্রঃ বইটি www.rokomari. com থেকে যে কোন সময় দেখা যাবে এবং সংগ্রহ করা যাবে, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে।
বাংলাদেশ সময়: ৯:৪০:২৯ ৮৬৪ বার পঠিত #কবিতা #বাংলা সাহিত্য #সাক্ষাৎকার