বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০

কেটে যাচ্ছে সময়- সাহনিন সুলতানা

Home Page » সাহিত্য » কেটে যাচ্ছে সময়- সাহনিন সুলতানা
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০



কেটে যাচ্ছে সময়

দেখতে দেখতে কেটে যায় দিন মাস বছর।
এটা ওটা করতে করতে ভুলে যাই তোমার কথা।
একটি বারও মনে হয় না তোমার জন্য
আমার কিছু করার আছে।
অথচ কত স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে।
তোমার সাথেই পাড়ি দেবো হাজার মাইল,
মাসের পর মাস বছর যুগ।
প্রতিটি মূহুর্তের ভাবনায় চিন্তায় কাজ
কেবল তোমাকেই নিয়ে হবে।
সোনালী রোদ, ঝিরিঝিরি হাওয়া
আর রিমঝিম বৃষ্টিতে ধরে থাকবো
শক্ত করে তোমার হাত।
একটা মূহুর্তের জন্যও ভুলে থাকবোনা তোমাকে।
তোমাকে ছাড়া বেঁচে থাকা হবে
আমার জন্য অর্থহীন।
অথচ কতদিন রাত মাস বছর
কেটে যাচ্ছে তোমায় ছাড়া।
আমি দিব্বি বেঁচে আছি হাসি আনন্দ
আর শত ব্যস্ততায়।

সাহনিন সুলতানা

বাংলাদেশ সময়: ২:০৮:০৩   ৮৩৩ বার পঠিত   #  #  #  #