শনিবার, ২০ জুলাই ২০১৩

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র
শনিবার, ২০ জুলাই ২০১৩



pm_s_hasina_sangbad241.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন। এ ছাড়া তিনি নতুন ১ হাজার ৩০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে আশুগঞ্জে আসেন প্রধানমন্ত্রী। পরে ঢাকা-সিলেট মহাসড়কের ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) প্রকল্পের পাশে ৫টি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি উদ্বোধন করবেন।

নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো হচ্ছে-৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (নর্থ), ৩৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (সাউথ), ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প, ১৯৫ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্ট ও গ্যাসভিত্তিক ৫১ মেগাওয়াট মিডল্যান্ড পাওয়ার প্লান্ট।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আশুগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫২:৫৯   ৪২৯ বার পঠিত