মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
একুশ আজ কৃষ্ণচূড়া সাজে -হাজেরা বেগম
Home Page » সাহিত্য » একুশ আজ কৃষ্ণচূড়া সাজে -হাজেরা বেগম
একুশ আমার প্রাণ
একুশ আমার জান
একুশ ছাড়া বাঁচে না যে
ও আমার মায়ের মান
একুশ একুশ একুশ
নব জীবনের সাহস
একুশ দিলো বঙ্গ ভাষা
সেই একুশে সবে হাসা
একুশ শুধু একুশ নয়
বাংলা জীবন গানের জয়
একুশ নিয়ে শত গাঁথা
একুশ রচে কাব্য কথা
একুশ শুরু ৫২ হতে
একুশ অনেক রক্ত দানে
একুশ ভিজে শত লাশে
একুশ আজ কৃষ্ণচূড়া সাজে
একুশ এনেছে গর্ব মোদের
ঘরে ঘরে আনন্দে যুবক
একুশ দিয়েছে স্বধীনতা-স্বাদ
আহ্লাদীর কপোলে জয়ের তিলক
বাংলাদেশ সময়: ৪:০৫:৪৮ ৭৬৯ বার পঠিত #একুশ #কবিতা #ভাষা আন্দোলন