শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০

ভূয়া তথ্য দিয়ে বিদ্যালয়ের স্বীকৃতির অভিযোগ

Home Page » সারাদেশ » ভূয়া তথ্য দিয়ে বিদ্যালয়ের স্বীকৃতির অভিযোগ
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০



---বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নে আমানীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারী স্বীকৃতির জন্য ভূয়া তথ্য দিয়ে আবেদনের অভিযোগ ওঠেছে।

অভিযোগকারী মোঃ হেলিম মিয়া জানান, আমানীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি স্বীকৃতির জন্য এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবিদার মোঃ আব্দুল গণী মিথ্যা তথ্য  দিয়ে স্বীকৃতির জন্য আবেদন করেছে। যার কোনো কিছুর সত্যতা নেই।এতে  উল্লেখ করা হয় বিদ্যালয়ে একতলা বিশিষ্ট ভবন,ভবনে চারটি রুম,চেয়ার ৮ টি,টেবিল ২ টি,হাই বেঞ্চ ৩০ টি,লো বেঞ্চ ৩০ টি,ব্ল্যাক বোর্ড ৩ টি,আলমারি ১ টি,টিউবওয়েল ১ টি, শিক্ষার্থী সংখ্যা প্রাক-প্রাথমিকে ২০ জন,প্রথম শ্রেণীতে ৪০ জন,দ্বিতীয় শ্রেণীতে ৩১ জন,তৃতীয় শ্রোণীতে ৩০ জন,চতুর্থ শ্রেণীতে ১৫জন,পঞ্চম শ্রেণীতে ৫ জন শিক্ষার্থী সহ অবকাঠামোগত সবকিছুই আছে যাহা সম্পূর্ণ মিথ্যা।চারজন শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক আব্দুল গণী ও সহকারী শিক্ষক নাসিমা আক্তার সারা বছরে একবার বিদ্যালয়ে আসতে দেখিনি।বাকি দুজন সহকারী শিক্ষক নয়ন মণি ঢাকায় থাকেন এবং সালমা আক্তার আনন্দ স্কুলে চাকুরি করত।


এলাকাবাসী জানান, আমানীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জায়গা আছে তা জানি কিন্তু বিদ্যালয়ের অবকাঠামোগত যে বিষয় গুলো উল্লেখ করা হয়েছে তার কোন কিছুই নাই।

ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে  যোগাযোগ করলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩১   ১০৪৩ বার পঠিত