শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
ভাঙ্গা থানার পুলিশ কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করলেন পুলিশ সুপার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গা থানার পুলিশ কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করলেন পুলিশ সুপার সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
নিজ কর্মস্থলে কর্মদক্ষতা, সাহসীকতা ও পরিশ্রমের সাথে কার্যসম্পন্ন করে ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানায় কর্তব্যরত সাত পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আলিমুজ্জামান তাদেরকে ক্রেষ্ট প্রদান করেন।
ডিসেম্বর ২০১৯ এর শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা পেলেন যারা, সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, অফিসার ইন চার্জ হিসেবে মো. শফিকুর রহমান, উপপরিদর্শক হিসেবে আব্দুল্লাহ আজিজ, মানিক মিয়া, আনিচুর রহমান ও শামচুল হক সুমন, সহকারী উপপরিদর্শক হিসেবে রুবায়েত হোসেন। এদেরকে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রগতি বাংলাদেশ পুলিশের প্রতিপাদ্য বিষয়। এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমি, ওসি ও অফিসারফোর্স সর্বদাই সেবা প্রদান করে যাচ্ছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। সম্মাননা স্মারক সম্পর্কে তিনি বলেন, আইজিপি স্যারের নির্দেশক্রমে অফিসারদের কর্মকান্ড বিবেচনা করা হয়, জেলা পুলিশ সুপার এ নির্বাচন করে অফিসারদেরকে পুরস্কৃত করেন।
বাংলাদেশ সময়: ১৬:২১:১৮ ৮০১ বার পঠিত #পুলিশ কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান #ফরিদপুর #ভাঙ্গা