শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কবিতার মিছিল

Home Page » শিক্ষাঙ্গন » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কবিতার মিছিল
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০



ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে ‌জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে এক ব্যাতিক্রমী আয়োজন৷ কলা অনুষদের সামনে থেকে প্রশাসন ভবন পর্যন্ত রাস্তার দুই ধারে শোভা পাচ্ছে ত্রিশটির অধিক প্ল্যাকার্ড যার প্রত্যকটিতে রয়েছে শিক্ষার্থীদের লেখা একটি করে কবিতা। ব্যতিক্রমী এ উদ্যোগটির নাম দেয়া হয়েছে কবিতার মিছিল। একসাথে এতগুলো শিক্ষার্থীদের কবিতা নিয়ে মুক্ত প্রদর্শনীর মতো ভিন্ন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আয়োজনে যে সকল তরুণ কবির কবিতা প্রকাশ পেয়েছে তারা হলেন জাকির,জুবায়ের মোকারম, রিদিতা, সাজ্জাদ, এনামুল, ফজলে রাব্বী, খাইরুন্নাহার, মনিরা, লোপা, আইরিন, ইসরাত রিমি, আবীর মোদক, সোনিয়া, সীমানা, হুমায়ুন, কনক, আনাছ, সুইটি, জগন্নাথ, সাবরিনা, জুঁই, আনোয়ার, মিঠুন, জেনিথ্, রকিব হাসান, সবুজ পাল, জনি মাথিয়াস নকরেক্, পুঁথি, মোর্শেদা, মজনু শাহ, অন্তর হক প্রমুখ। থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক হীরক মুশফিকের তত্ত্বাবধানে সপ্তাহজুড়ে ব্যতিক্রমী এ কবিতার মিছিল চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪১   ৯১৪ বার পঠিত   #  #  #