শনিবার, ২০ জুলাই ২০১৩

ব্লেকের চেয়ার পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিশা

Home Page » প্রথমপাতা » ব্লেকের চেয়ার পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিশা
শনিবার, ২০ জুলাই ২০১৩



nisha_uk.jpgবঙ্গ- নিউজ ডটকমঃযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই বিশালকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে নিশা দিশাই দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান রবার্ট ব্লেকের স্থলাভিষিক্ত হবেন।

রবার্ট ও ব্লেক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

এই ব্যুরোর মধ্যম সারির কর্মকর্তা পদে এশীয় বংশোদ্ভূত কেউ কেউ নিয়োগ পেলেও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এর আগে মার্কিন নাগরিক ছাড়া অন্য কারো পাওয়ার নজির নেই।

১৯৯১ সালে এই ব্যুরো গঠনের পর দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন যথাক্রমে রবিন রাফেল, কার্ল ইন্ডারফার্থ, ক্রিস্টিনা রোকা, রিচার্ড বাউচার ও রবার্ট ব্লেক।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দেশাই বর্তমানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) এশিয়া বিষয়ক সহকারী প্রশাসকের দায়িত্বে রয়েছেন।

২০১০ সালের সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান হিসেবে নিশার নাম ঘোষণা করেন ওবামা।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখভাল করে পররাষ্ট্র দপ্তরের এই ব্যুরো। অবশ্য আফগানিস্তান ও পাকিস্তানের বিষয়টি দেখভালের জন্য বিশেষ প্রতিনিধি রয়েছে যুক্তরাষ্ট্রের।

বাংলাদেশ সময়: ১১:৪৪:০৯   ৩৮৮ বার পঠিত